Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ ডিসেম্বর ২০১৭

ময়মনসিংহে “প্রকল্প কার্যক্রমের বাস্তাবায়ন অগ্রগতি ও পর্যালোচনা” শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2017-12-17

“চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প-২য় পর্যায় (১ম সংশোধিত)”-এর অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মমনসিংহ অঞ্চলের আয়োজনে গত ১৪ ডিসেম্বর উপপরিচালকের কার্যালয়, খামারবাড়ী, ময়মনসিংহে “প্রকল্প কার্যক্রমের বাস্তাবায়ন অগ্রগতি ও পর্যালোচনা” শীর্ষক আঞ্চলিক কর্মশালা/২০১৭-১৮ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় ময়মনসিংহ অঞ্চলের কৃষিতে প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি ও করণীয় সম্পর্কে নির্দেশণামূলক বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিবিদ গোলাম মোহাম্মদ, অতিরিক্ত পরিচালক, প্রশিক্ষণ উইং, কৃষি সম্প্রসরাণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। দিনব্যাপী এই কর্মশালায় উপস্থিত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি কৃষিবিদ মোঃ ছারওয়ার জাহান, প্রকল্প পরিচালক, “চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প-২য় পর্যায় (১ম সংশোধিত)”।

 

কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসরাণ অধিদপ্তর, মযমনসিংহ অঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ, এটিআই, শেরপুর; ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণার উপরিচালক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, অতিরিক্ত উপপরিচালক, উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ। এছাড়া, বীজ প্রত্যয়ন এজেন্সী, বিএডিসি, বারি, বিনা ও ম্যাকডোনাল্ড-র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

কর্মশালার সভাপতি কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ উপস্থিত কর্মকর্তাদের প্রকল্পের আওতাধীন ধান ও গম আবাদে বিশেষ নজর রাখার তাগিদ দেন। বিগত সময়ের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে ফসলহানি কাটিয়ে উঠার জন্য বোরো ধান ও গম আবাদে করণীয় সম্পর্কে নিদের্শণা প্রদান করেন।